About Course
একদম বানিয়ে বলছি না কিন্তু!
আপনি এই মূহুর্তে হাতের কাছে থাকা কাগজের টুকরোতে এবড়ো থেবরো ভাবে যে মানুষটাই আঁকার চেষ্টা করেন না কেন, তা চাইলেই কিন্তু ১ ঘন্টার মধ্যে টিভির পর্দায় দৌড়াদোড়ি করাতে পারবেন। জ্বী, আমি ক্যারেক্টার অ্যানিমেশনের কথাই বলছি। আর এই মজার ক্রিয়েটিভ কাজটা করতে কিন্তু আপনাকে চারুকলা থেকে ডিগ্রি নেওয়ার প্রয়োজন নেই। আপনার ক্যারেক্টার এর চেহেরা, বডি সেইপ যেরকমই হোক না কেন তা শুধু যে টিভির পর্দায় দৌড়াবে ব্যাপারটা শুধুমাত্র তা না, বরং এই এবড়ো-থেবড়ো ক্যারেক্টারটাই আপনাকে মাসে ২০-৩০ হাজার বা লাখ টাকাও এনে দিতে পারে!
আপনার একদমই বিশ্বাস হচ্ছে না, তাই না?
তো চলুন আমরা নিচের ইউটিউবের একটা ভিডিও দেখি।
এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৫ মিলিয়ের বেশী আছে! ৫ মিলিয়ন = ৫০ লক্ষ সাবস্ক্রাইবার!! আর এই চ্যানেলের ক্যারেক্টার অ্যানিমেশন দেখলেই বুঝতে পারবেন কেন আমরা বলছি আপনার “এবড়ো-থেবড়ো” ক্যারেক্টারও আপনার বন্ধু হয়ে মাসে লাখ টাকাও এনে দিতে পারবে!
Course Content
how to create animation
-
First animation
00:00